যশোরে ছাত্রদের আন্দোলন সমর্থনে রাজপথে শিক্ষক ও সাংবাদিকরা

0

স্টাফ রিপোর্টার ॥ হত্যা, নির্যাতন-নিপীড়ন ও গণগ্রেফতারের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ। শিক্ষার্থীদের এই চলমান আন্দোলনের কর্মসূচির প্রতি আকন্ঠ সমর্থন জানিয়ে শনিবার যশোরের রাজপথে নেমে আসে শিক্ষক ও সাংবাদিক সমাজ।
পৃথক দুটি কর্মসূচিতে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন এখন সমগ্র জনতার মধ্যে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন এখন জনযুদ্ধে পরিণত হয়েছে। খুনি দানব সরকারের পতনের মধ্য দিয়ে এই যুদ্ধের পরিসমাপ্তি হবে।
শনিবার প্রেস ক্লাব যশোরের সামনে প্রথমে সচেতন শিক্ষক সমাজ যশোর বিক্ষোভ সমাবেশ করে। পরে একই স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ পুলিশের গুলিতে নিহত চার সাংবাদিক হত্যার প্রতিবাদে এবং গ্রেফতার হওয়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের মুক্তির দাবিতে সাংবাদিক ইউনিয়ন যশোর সমাবেশ করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, এখন আর কোটা সংস্কার আন্দোলন নেই। কোটা সংস্কার আন্দোলনে যে সংখ্যক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে তা এখন গণআন্দোলনে পরিণত হয়েছে। এখন দেশজুড়ে এক দফার আন্দোলন শুরু হয়েছে। এই সরকারের পদত্যাগ ছাড়া উদ্ভূত পরিস্থিতি সমাধানে আর কোনো পথ খোলা নেই। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ সর্বোপরী ’৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে এ দেশের ছাত্রসমাজকে দাবিয়ে রাখতে পারেনি। বর্তমান ডামি সরকারও ছাত্রদের দাবিয়ে রাখতে পারবে না। রাজাকার বলতে বলতে, তারা আমাদের ছাত্রদেরও রাজকার বানিয়েছে। আমাদের ছাত্রদের হত্যা করছে, তাদেরকে নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছে। আর যদি কোনো ছাত্রদের গায়ে ফুলের টোকাও পড়ে তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। রাজপথে ছাত্রদের রক্ত ঝরেছে আমরা ঘরে বসে থাকবো না। জীবনের বিনিময়ে হলেও তাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশা আল্লাহ।
সচেতন শিক্ষক সমাজের কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মকবুল হোসেন এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আকরামুজ্জামান।
পৃথক দুটি কর্মসূচিতে বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মনজুর মোর্শেদ তুহিন, যশোর শিক্ষাবোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অধ্যাপক ফিরোজা বেগম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম এ গফুর, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদ জামান, শিক্ষক নেতা অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, আবু তৈয়ব, অধ্যাপক আবুল হাশিম রেজা, আমিনুর রহমান মধু প্রমুখ। সচেতন শিক্ষক সমাজের বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।