যশোরে ধর্ষণসহ ৭ মামলার আসামি আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ধর্ষণসহ ৭ মামলার আসামি মেহেদী হাসান রকিকে (২৫) আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের ঘোপ বেলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ঘোপ বেলতলা বউবাজার এলাকার জনৈক শাহিনের বাড়ির ভাড়াটিয়া আহাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর গভীর রাতে শেখহাটি বাবলাতলা ডিআইজি রোডের এক নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে এলে তাকে ধর্ষণ করে মেহেদী হাসান রকি। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর কোতয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। ধর্ষণ ঘটনার পরদিন ১৯ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে ঘোপ বেলতলা বউবাজার এলাকার মেহেদী হাসান রকির ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন কোতয়ালি থানার এসআই লিটন চন্দ্র দাস। তবে পলাতক থাকায় ওই সময় তাকে আটক করতে পারেনি পুলিশ। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় মেহেদী হাসান রকির বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এছাড়া মেহেদী হাসান রকির বিরুদ্ধে মাদকের ২টিসহ আরও ৫টি মামলা রয়েছে। সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোপ বেলতলায় অভিযান চালিয়ে ধর্ষণসহ ৭ মামলার আসামি মেহেদী হাসান রকিকে আটক করেন এসআই অমিত কুমার দাস। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।