রামপালে জমির দখল নিতে গিয়ে প্রতিপক্ষের হামলা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে মুক্তিযোদ্ধা তার বৈধ জমি বিক্রি করে প্রতিপক্ষের রোষানলে পড়েছেন। এ ঘটনায় মালিক জমি বুঝে নিতে গেলে হামলা ও হুমকির শিকার হন। প্রতিকার চেয়ে তিনি বাগেরহাটের আদালতে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শরাফপুর গ্রামের সৈয়দ আহম্মদ আলীর ছেলে মো. কুদরত আলী ১১৪ নং কাশিপুর মৌজার এসএ ৯৯.৩৬৪ খতিয়ানের ১৫৮০ দাগসহ ১২ টি দাগের মধ্যে ০.২০ শতাংশ জমি কেনেন। জমি বিক্রি করেন , বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার, তার ভাই অসিত কুমার, শেখর কুমার ও রণজিৎ কুমার দেবনাথ । কুদরত আলী জমির দলিল করে নামপত্তনসহ খাজনা পরিশোধ করে জমি বুঝে নিতে যান। তিনি বেড়া দিয়ে জমি ঘিরতে গেলে তার ওপর চড়াও হন প্রতিপক্ষরা।
জমি বিক্রির খবর পেয়ে প্রতিপক্ষ কাশিপুরের নাদিরা ইয়াসমিন লিপি, মোল্যা আব্দুল ওহাব, শেখ তৈয়ব আলী, ফকির তারেক, শেখ নওয়াজ শরিফ, প্রধান শিক্ষক শেখ বজলুর রহমান, সহ শিক্ষক শেখ মিজানুর রহমানসহ কয়েকজন ক্ষিপ্ত হন। তারা জমিতে লটকানো সাইনবোর্ড উপড়ে ফেলেন। এক পর্যায়ে কুদরতসহ তার সাথে থাকা লোকজনকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। তারা দাবি করেন, ওই জমি বিক্রির কথা বলে অশোক ১২ হাজার টাকা নেন। এখন সেই জমি তিনি অন্য লোকের কাছে বিক্রি করে দিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাদিরা ইয়াসমিন লিপি জানান, স্কুলের কাছে জমির হারি দিয়ে মাছ চাষ করছেন। তিনি ওই জমি ছাড়বেন না। তিনি কাউকে কোনো হুমকি দেননি বলেও জানান। অভিযুক্ত প্রধান শিক্ষক বজলুর রহমান, সহ শিক্ষক মিজানুর রহমান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আব্দুর রউফ তাদের টাকা দিয়েছেন জমি ক্রয়ের জন্যে। আমরা কোনো কিছুর মধ্যে নেই।