যশোরে বিএনপির মানববন্ধনে অনিন্দ্য ইসলাম অমিত মানুষের আস্থা ও অনুভূতির প্রতীক তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার

0

স্টাফ রিপোর্টার॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে যশোর জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে দলের আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গত ১৪ বছর ধরে দেশে একটি অনির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। যাদের ক্ষমতায় আসার প্রেক্ষাপট তৈরি হয়েছিল ২০০৭ সালের একটি অসাংবিধানিক সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে। সেই অসাংবিধানিক সরকারের উত্তরসূরী এই সরকারের ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আগামী বাংলাদেশের আস্থা ও অনুভূতির প্রতীক তারেক রহমান। তারই অংশ হিসেবে সরকার তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। গতকাল বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মানববন্ধনে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বর্তমান সরকার প্রশাসনের কৃপায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে জনগণের উপর জগদ্দল পাথরের মত চেপে বসেছে। তাই, এ সরকারের কাছে কোনদিনই গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করা যায় না। তারা বার বার মানবাধিকার ভুলুণ্ঠিত করেছে। আদালতের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপশাসন কায়েম করেছে। তিনি বলেন, আজ দিনের আলোর মত সত্য যে, আওয়ামী সরকার তারেক রহমানের বিরুদ্ধে যত অভিযোগ তুলেছে তার একটিও প্রমাণ করতে পারেনি। তারপরও তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে যাচ্ছে। উদ্দেশ্যে একটাই আগামীর বাংলাদেশের তিনি যেন কোনভাবেই নেতৃত্ব না দিতে পারেন। এভাবে ষড়যন্ত্র করে সরকার সফল হবে না। কারণ জনগণ জানে, দেশে যে ভয়াবহ দুঃশাসন অপশাসন চলছে তা থেকে মুক্তি ও আস্থার প্রতীক তারেক রহমান। সরকারও জানে, শহীদ জিয়াউর রহমান একটি আদর্শের নাম। তারা এটিও জানে, গণতন্ত্র এবং খালেদা জিয়া সমর্থক এক এবং অভিন্ন। তার নেতৃত্বে জনগণ ভোটাধিকারসহ সকল মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছিল। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ এই অবৈধ সরকারের রোষানল থেকে মুক্তি পাবে। ফিরে পাবে ভোটাধিকার ও সকল মৌলিক ও গণতান্ত্রিক অধিকার।
মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলুর সভাপতিত্বে ও অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন প্রমুখ।