লোহাগড়ায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে মারপিট, ভাঙচুর

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ লোহাগড়া উপজেলার বাতাসী বাজারের একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে জোর করে তার প্রতিষ্ঠানে ঢুকে মারপিট, চাঁদা দাবি, হুমকি প্রদান ও মালামাল ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নিতে দীর্ঘদিন ধরে লোহাগড়া থানা পুলিশ গড়িমসি করায় নিরুপায় হয়ে ভুক্তভোগী ব্যবসায়ী নড়াইল আদালতে মামলা দায়ের করেছেন।
সূত্রে জানা যায়, শালনগর ইউনিয়নের বাতাসী বাজারে পার শালনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন ও তার স্ত্রী সৈয়দা এসমতারা তুলি মধুমতি ইলেকট্রনিক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
পারশালনগর গ্রামের মৃত আক্কাস মোল্যার ছেলে মো. ইউসুফ মোল্যা ওরফে দুখু মোল্যা ও মো. ইউসুফ মোল্যার ছেলে মো. হৃদয় মোল্যা তিন মাসে টাকা পরিশোধ করার প্রতিশ্রতি দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রিজ, রাইস কুকার, ব্লিন্ডার, কেটলি, টেলিভিশন নিয়ে যান। তিন বছর পার হলেও উল্লিখিতরা ওই ব্যবসায়ীর টাকা পরিশোধ করেন নি। বরং টাকা চাইলে গালিগালাজ হুমকি প্রদান করেন।
গত ৩০ এপ্রিল সন্ধ্যায় আসামিরা হঠাৎ মোটরসাইকেলে ওই ইলেকট্রনিক্সের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ওই ব্যবসায়ীর সাথে দেখা হয়ে যায়। ওই সময় পাওনা টাকা চাইলে ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়। ৩০ এপ্রিল রাত ৮টার দিকে দোকান বন্ধ করার আগে মো. ইউসুফ মোল্যা ও মো. হৃদয় মোল্যা অজ্ঞাত ৪-৫ জনকে সাথে নিয়ে লোহার রড, সাইজ কাঠসহ দেশীয় অস্ত্র নিয়ে জোর করে ব্যবসায়ীর দোকানের মধ্যে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যবসায়ীকে মারপিটসহ আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্য ভাংচুর ও লুটপাট করেন। এ সময় তারা চাঁদা দাবি করেন ব্যবসায়ীর কাছে। তাদের মারপিটে ওই ব্যবসায়ী জখম হন। বাজারের অন্য ব্যবসায়ীরা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ঘটনায় সুস্থ হয়ে লোহাগড়া থানায় বারবার ধর্ণা দিলেও পুলিশ মামলা নেয়নি। অবশেষে ব্যবসায়ী মো. আব্দুল্লাহ আল মামুন আমলী আদালত লোহাগড়ায় ২ জুলাই মামলা দায়ের করেছেন। আদালত মামলাটির তদন্তভার ডিবি নড়াইলের ওপর ন্যস্ত করেছে। ব্যবসায়ী মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ত্রাসীরা এলাকায় প্রভাবশালী। তারা আবারো আমার ওপরসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছে। আমি শংকায় দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে সহযোগিতা চাই।