শার্শায় একই ব্যাক্তির বাড়ি থেকে ৩ গরু চুরি

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার ধলদা গ্রাম থেকে আনিছুর রহমান নামে এক ব্যাক্তির গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি হয়েছে। সোমবার দিনগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
আনিছুর নাভারণ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক পদে চাকুরি করেন।
আনিছুর রহমান বলেন, গোয়াল ঘরে থাকা একটি বড় সাইজের পাকিস্তানি লাল রঙয়ের নয় মাসের গাভীন গরু, মূল্য অনুমান দেড় লাখ টাকা। একটি মাঝারি সাইজের কালো রংয়ের গাভী,যার মূল্য অনুমানিক এক লাখ টাকা ও একটি ছোট কালোর রংয়ের বকনা বাছুর,যার মূল্য অনুমানিক ষাট হাজার টাকা। এ ঘটনায় শার্শা থানায় অভিযোগ করেছেন বলে জানান তিনি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি আপনার মাধ্যমে এই প্রথম আমি জানলাম। তবে আমি এখুনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।