চুয়াডাঙ্গায় রুগ্ন গাভির মাংস বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে সোমবার রোগাক্রান্ত গাভির মাংস বিক্রির অপরাধে ডালিম মিয়া নামের এক কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, তারা জানতে পারেন ডিঙ্গেদহ বাজারে কিছু কসাই একটা অসুস্থ গাভি বাইরে থেকে জবাই করে এনে তার মাংস বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে তদারকি করার সময় এ বিষয়টি ধরা পড়লে কসাই ডালিম মিয়া পালিয়ে যায়। তার সঙ্গে থাকা অপর দুজন সহকারী খোকন মিয়া ও সুজন মিয়াকে মাংস বিক্রি করার সময় পাওয়া যায়। এ অপরাধে তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা প্রায় ২ মণ মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।