0

লোকসমাজ ডেস্ক ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে ২১ রানের জয় তুলে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদশে। সেই সঙ্গে তাদের নিশ্চিত হয়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার নিশ্চয়তা। আর বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করায় সুখবর পেয়েছে আয়ারল্যান্ড। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরটি বসবে ভারত ও শ্রীলঙ্কায়। এটি হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের দশম আসর। সুপার এইটের আট দলসহ মোট ১২টি দল সেই আসরের সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।
আইসিসি আগেই জানিয়েছে এবারের আসরের সুপার এইটে জায়গা করে নেয়া ৮ দল আগামী আসরে সরাসরি অংশ নেবে। সেই সঙ্গে স্বাগতিক হিসেবে অটো টিকিট পাবে ভারত ও শ্রীলঙ্কা। অর্থাৎ শ্রীলঙ্কা গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও আগামী আসরে তাদের অংশগ্রহণ করা নিশ্চিত। সুপার এইটের আট আর স্বাগতিক দুই মিলে ১০ দলের পাশাপাশি জুনের ৩০ তারিখ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা আরও দুই দল সরাসরি অংশ নেবে সে আসরে। ভারত যেহেতু দশম আসরে স্বাগতিক কোটায় টিকিট নিশ্চিত করেছে, তাই সুপার এইট নিশ্চিত করায় র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও একটি বাড়তি দল সুযোগ পাবে আগামী আসরে। অর্থাৎ মোট তিনটি দল র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে খেলার সুযোগ পাবে।