এয়ার ইন্ডিয়ার খাবারে ব্লেড

0

লোকসমাজ ডেস্ক ॥ ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার একজন যাত্রী খাবারে ধাবত ব্লেড পাওয়ার অভিযোগ করেছেন। বিমানে করে বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার পথে তিনি ওই ঘটনার সম্মুখিন হন। ম্যাথুরেস পল নামের ওই সাংবাদিক গত সপ্তাহে এআই-১৭৫ ফ্লাইটে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, ফ্লাইটে ভাজা মিষ্টি আলু ও ডুমুর চাটের খাবার উপভোগ করছিলেন। এ সময় হঠাৎ তিনি তার মুখে ধাতুর টুকরো অনুভব করেছিলেন। পরে দেখে বুঝতে পারেন, এটি একটি ধাতব ব্লেড। তিনি খাবারের পাশে ধাতব ব্লেডসহ বাটির ছবিও শেয়ার করেছেন।
এদিকে ঘটনার প্রতিক্রিয়া হিসেবে এয়ার ইন্ডিয়া এই যাত্রীর সঙ্গে যোগাযোগ করে এবং একটি বিজনেস ক্লাস টিকিট অফার করে, যা এক বছরের মধ্যে এয়ার ইন্ডিয়ার যেকোনো ফ্লাইটে ব্যবহার করা যাবে। তবে পল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি এ প্রস্তাবকে ‘ঘুষ’ বলে অভিহিত করেছেন। (খবর এনডিটিভি)