যশোরে জিয়া স্মৃতি পাঠাগারের কমিটি অনুমোদন

0

স্টাফ রিপোর্টার ॥ মোস্তাক আহমেদ পলাশকে সভাপতি ও আরিফ হোসেন লতাকে সাধারণ সম্পাদক করে জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক জহির দৃপ্তি কমিটি অনুমোদন দেন।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি এম তমাল আহমেদ, রবিউল ইসলাম ও রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যুগ্ম-সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, সাংগঠনিক সম্পাদক মাসুদ কামাল, প্রচার সম্পাদক ওমর খসরু রুমন, সমাজ কল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক দিপু, প্রকাশনা সম্পাদক মাসুদ রানা বাবু, অর্থ সম্পাদক জায়েদ মো. খালেদ, সম্মানিত সদস্য অধ্যাপক নার্গিস বেগম, অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও দেলোয়ার হোসেন খোকন, নির্বাহী সদস্য কাজী আজম, অ্যাড. ফাইনারা বর্ণা, মির্জা রিয়াজ, ও বায়েজিদ হোসেন। কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ ) অনিন্দ্য ইসলাম অমিত।