যশোরে বিএনপির সম্মেলনস্থলের আর্বজনা পরিষ্কার করে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল

0

মাসুদ রানা বাবু ॥ কারও হাতে বস্তা, আবার কেউ কেউ মাঠে পড়ে থাকা পানির বোতল, খাবারের খালি প্যাকেট নিজ হাতে কুড়িয়ে বস্তায় ভরছেন। রোববার পড়ন্ত বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এভাবেই পরিস্কার করতে দেখা যায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের।

শনিবার এ মাঠে অনুষ্ঠিত হয় যশোর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণকারীদের খাবার ও পানি সরবরাহ করা হয়। সেই খাবারের খালি প্যাকেট ও পানির খালি বোতল মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিলো। স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা সেগুলো পরিষ্কার করেছেন। এমন কাজ আগে কখনো দেখেনি যশোরবাসী। কোন খোলা মাঠ কিংবা ময়দানে রাজনৈতিক কিংবা অন্যান্য কর্মসূচি পালিত হলে মাঠে ময়লা আবর্জনা সৃষ্টি হয়। যা আয়োজকদের পক্ষ থেকে পরিস্কারের দৃশ্য দেখা যায়নি। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ দলীয় নেতা-কর্মীদের দ্বারা সৃষ্ট মাঠের আর্বজনা পরিষ্কারের মধ্য দিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন।
মাঠে পড়ে থাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের আবর্জনা পরিস্কারের একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ভিডিওটি। মুুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়।

নেট দুনিয়ায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের এই নান্দিক কর্মকান্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে নেটিজেনরারও তাদের প্রশংসায় ভাসিছেন। আকিব শাওন নামের এক নেটিজেন মন্তব্য করেন, বাহ্! সত্যিই এ এক অভাবনীয় মূহুর্ত। যা অতিত রাজনীতিতে কখনও দেখিনি। তবে, আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতি যে নতুন দিগন্তের নতুন সূর্যোদয়ের পথে হাটছে তা অবলীলায় বলতে পারা যায়। খুরশিদ আলম টিটো নামের এক নেটিজেন মন্তব্য করেন, পরিবেশ সুরক্ষার জন্য খুব ভাল উদ্যোগ অংশীজনদের সকলকে ধন্যবাদ। রাজু আহমেদ নামের এক নেটিজেন অনিন্দ্য ইসলাম অমিতের উদ্দেশ্যে মন্তব্য করেন আপনার দেয়া সকল নির্দেশনা লালন পালন করে যশোর জেলা স্বেচ্ছাসেবকদল!

আবার সেলিম রেজা নামের এক নেটিজেন মন্তব্য করেন, স্যালুট জানাচ্ছি এমন অভিভাবক অনিন্দ্য ইসলাম অমিত ভাইকে একটি সুশৃঙ্খল সংগঠনে পরিণত করবার জন্য।

এ বিষয় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, শনিবার জেলা বিএনপির যে স্থানটিতে সম্মেলন অনুষ্ঠিত হয় সেটি একটি ঈদগাহ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। আমরা মনে করেছি মাঠটি আমাদের দলীয় নেতাকর্মীদের দ্বারা অপরিষ্কার হয়ে যায়। মাঠটি পরিষ্কারের জন্য আমাদের অভিভাবক অনিন্দ্য ইসলাম অমিত জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন। আমরা তাৎক্ষণিক নেতার নির্দেশ পেয়ে পরিবেশ সুরক্ষায় মাঠের আবর্জনা পরিস্কার করি।