বাঘারপাড়ায় ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটারদের ভোট বর্জনে উৎসাহিত করতে বাঘারপাড়া বিএনপি ও যুবদল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার বিকেল থেকে এ কর্মসূচি শুরু করে দলটি।
বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বুধবার বিকেলে দোহাকুলা ইউনিয়নের বহরামপুর বাজারে সাধারণ মানুষের মাঝে ভোট বর্জনের লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন। এরপর উপজেলার বেলেডাঙ্গা ও ধলগ্রাম বাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শামসুর রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুল হাই মনা, যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক খয়বার মেল্যা, যুগ্ম আহবায়ক কবির হোসেন, নাজমুল ইসলাম, জামদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক দাউদ হোসেন, যুগ্ম আহবায়ক আসলাম হোসেন, দোহাকুলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা ইউপি সদস্য জসীম উদ্দীন, উপজেলা ছাত্র দলের আহবায়ক নাফিজ ইকবাল ইছা প্রমুখ।
অন্যদিকে বাঘারপাড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ খাজুরা বাজারসহ জহুরপুর ও বন্দবিলা ইউনিয়নের বিভিন্ন বাজারে ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা যুবদলের আহবায়ক ইখলাচ হোসেন, সদস্য সচিব বিল্লাল হোসেন, যুবনেতা শাহিন রেজা,মেফতা, হিরু আহাম্মেদ, জিয়াউর রহমান প্রমুখ।