ঝিকরগাছার অবহেলিত মাটিকোমরা গ্রামে নেই কোনো পাকা সড়ক

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ মহান স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এখনো পর্যন্ত কোনো পাকা রাস্তা হয়নি শিমুলিয়া ইউনিয়নের মাটিকোমরা গ্রামে। ফলে গ্রামটি অন্য গ্রামের চেয়ে অনেকাংশে পিছিয়ে রয়েছে। সামান্য বৃষ্টিতে গ্রামের প্রায় দেড় কিলোমিটার রাস্তা কাদামাটিতে একাকার হয়ে যায়।
ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খোর্দ্দ মাটিকুমরা গ্রাম। পাশের সাগরপুর গ্রামের সিদ্দিক হোসেনের বাড়ি হতে মাটিকোমরা শেষ মাথা খোরশেদ বিশ্বাসের বাড়ি পর্যন্ত মাটিকোমরা গ্রামটি প্রায় দেড় কিলোমিটার লম্বা। গ্রামের চারপাশের অন্য গ্রামগুলোর সড়ক পাকাকরণ হলেও মাটিকোমরা গ্রামের রাস্তাটি এখনো কাঁচা রয়েছে। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, কয়েকটি মসজিদ রয়েছে। বর্ষাকালে গ্রামের শিক্ষার্থীরা কাদাযুক্ত রাস্তা দিয়ে স্কুল- মাদ্রাসায় যেতে পাওে না। এছাড়া মুসল্লিরাও ঠিকমত মসজিদে যেতে পারেন না। এছাড়া বাইরে লেখাপড়া করা পাশের সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয়, ধানপোতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, শিমুলিয়া কলেজ, মাদ্রাসাসহ অন্য স্থানে লেখাপড়া করতে যাওয়া-আসা, চাকরিজীবীদের নিজ নিজ কর্মস্থলে যাওয়া-আসা ও কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়া বর্ষাকালে খুব কষ্টকর। এমনকি বর্ষা মৌসুমে গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব কষ্টকর হয় বলেও মাটিকোমরা গ্রামের কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।
এ ব্যাপারে শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরদার বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর ওই গ্রামে কিছু সোলিয়ংয়ের কাজ হয়েছে। যেটুকু বাকি আছে প্রজেক্ট দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মাটিকোমরা থেকে শেয়ালঘোনা রাস্তা পাকাকরণ হয়ে যাবে।
মাটিকোমরা গ্রামের বাসিন্দা শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী বলেন, গ্রামটি বিএনপি অধ্যুষিত হওয়ায় এবং ঝিকরগাছায় বার বার আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি হওয়ার কারণেই মূলত তাদের গ্রামটি অবহেলিত।