বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0

রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার কচুয়া খালকুল গ্রামের বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (৭১) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ভোর ৪ টার দিকে স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
এদিন বিকেলে মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কেসমত আলী, কচুয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন প্রমুখ।
মরহুমের ছেলে খুলনা বিভাগীয় কমিশনার অফিসের সিএ নাজমুল হাসান জানান, বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়ি খালকুলপাড়ায় তার নামাজে জানাজা হয়। জানাজায় অংশগ্রহণ করেন যশোর সদর উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান ধাপক, শাখারীগাঁতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খী রয়েছেন।