শানতলার চয়ন হত্যা মামলার ২ আসামি রিমান্ডে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শানতলার স্কুলছাত্র চয়ন দাস হত্যা মামলার দুই আসামি নয়ন দাস ও অনিক দাসের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তদন্ত কর্মকর্তার করা আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তাদের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া বিশাল দাস ও শান্ত দাস নামে অপর দুই আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর হয়েছে। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই রেজোয়ান ৪ আসামির ৫ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন, শানতলার পরিতোষ দাসের ছেলে নয়ন দাস ও লালন দাসের ছেলে অনিক দাস। রিমান্ড নামঞ্জুর হয়েছে একই এলাকার রমেশ দাসের ছেলে বিশাল ও পরশ দাসের ছেলে লালন দাসের।
গত ২৪ ফেব্রুয়ারি গভীর রাতে শানতলায় পূর্ব শত্রুতার জের ধরে চয়ন দাসকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। চয়ন দাস চুড়ামনকাটি দাসপাড়ার নয়ন দাসের ছেলে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করা হয়। মামলাটি তদন্ত করছে পিবিআই।