ফকিরহাটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের ফকিরহাটে ১০ কেজি গাজাসহ আলতাফ হোসেন শেখ(৫৬) ও ইমন হাওলাদার(২০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার (০৭ মে) রাতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় বিআরটিসি বাস থেকে গাঁজাসহ এদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৪ হাজার ৪২ টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। রবিবার বিকেলে র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।আটক আলতাফ হোসেন শেখ খুলনার রুপসা উপজেলার নতুন রুপসা নতুন বাজার এলাকার শেখ মোন্তাজ উদ্দিনের ছেলে এবং ইমন হাওলাদার একই এলাকার আলতাফ হাওলাদারের ছেলে।