মেলবোর্নে আরও একটি লজ্জার রেকর্ড গড়লো ইংল্যান্ড

0

লোকসমাজ ডেস্ক॥ একটি দলের কতজন ব্যাটার শূন্য রানে আউট হতে পারেন? প্রশ্নটা শুনে হয়তো অনেকে বিস্মিত হবেন। কেউ কী আগে থেকে বলতে পারে, কতজন শূন্য রানে আউট হবেন? তা হয়তো বলতে পারেন না। কিন্তু চলতি অ্যাশেজ সিরিজে মেলবোর্নে ইংল্যান্ডের ৫জন ব্যাটার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে যখন স্কট বোল্যান্ডের তিন বলে মার্ক উড এবং ওলি রবিনসন ফিরে যান, তখনই লজ্জার নতুন রেকর্ডটি গড়ে ফেলে ইংল্যান্ড। ২০২১ সালে ইংল্যান্ড খেলেছে মোট ১৫টি টেস্ট। এই ১৫ টেস্টে ইংল্যান্ডের জার্সি পরে খেলেছেন মোট ২৫জন ক্রিকেটার। এদের মধ্যে এই বছর ১৫ টেস্টে মোট ৫৪জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। এর আগে ১৯৯৮ সালেও ইংল্যান্ডের ৫৪ জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছিল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো নির্দিষ্ট দেশের জন্য যা সর্বোচ্চ।
এই দুটি বছর ছাড়া ইংল্যান্ডের ব্যাটাররা এত বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েনি। ১৯৮৬ সালে ৩৩ জন জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছিল ইংলিশদের। ২০০১ এবং ২০১৩ সালেও ৩৩জন করে ব্যাটার শূন্য রানে আউট হয়েছিল। ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজের আউট হয়েছিল ৪৪ জন ব্যাটার। ২০১৭ সালে শ্রীলঙ্কার সর্বোচ্চ ৩৫জন ব্যাটার শূন্য রানে আউট হয়। ২০০৫ সালে জিম্বাবুয়ের সর্বোচ্চ ৩০ জন ব্যাটার শূন্য রানে আউট হন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ২৯জন আউট হন শূন্য রানে। ২০১০ সালে পাকিস্তানের সর্বোচ্চ ৩০ জন ব্যাটার শূন্য রানে আউট হন। ১৯৬৫ সালে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ৩৪ জন ব্যাটার শূন্য রানে আউট হন। ২০১৮ সালে ভারতের সর্বোচ্চ ৩৯জন ব্যাটার শূন্য রানে আউট হন। ২০০২ সালে বাংলাদেশের সর্বোচ্চ ৩৫জন ব্যাটার শূন্য রানে আউট হন। সেবার বাংলাদেশ টেস্ট খেলেছিল ৮টি। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার ৪০ জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন।