স্বেচ্ছাসেবক দল নেতা নির্মল কুমার বিটের মা পরলোকে নেতৃবৃন্দের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিটের মা শিখা রানী বিট পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তিনি কেশবপুর উপজেলা মজিদপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি তিন ছেলে, এক মেয়ে ও নাতি- নাতনিসহ বহু আত্মীয় -স্বজন রেখে গেছেন। শুক্রবার সকাল ১০ টায় কেশবপুরের বায়সা শ্রীরামপুর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নির্মল কুমার বিটের মা শিখা রানী বিটের মৃত্যুতে শোক জানিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এক শোকবার্তায় নেতৃদ্বয় পরলোকগত শিখা রানী বিটের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপ শোক জানিয়েছেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।
এদিকে স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর) জানান, স্বেচ্ছাসেবক দল নেতা নির্মল কুমার বিটের মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আলা, হুমায়ুন কবির সুমন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম রিয়েল,সহসংস্কৃতি বিষয়ক সম্পাদক পিন্টু রহমান, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবলু রানা বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম,উপজেলা যুবদলের নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, আব্দুল গফুর, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুল রহমান আজ্জি, যুগ্ম আহবায়ক অন্তু।
ওই দিন রাতে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে যান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।