শার্শা ও বেনাপোলে বিএনপি- জামায়াতের ৪১ নেতাকর্মী আটক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা ও বেনাপোল পোর্ট থানা পৃথক অভিযান চালিয়ে শনিবার রাতে বিএনপি ও জামায়াতের ৪১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক নেতাকর্মীদের নামে শার্শা ও বেনাপোল থানায় নাশকতা মামলা হয়েছে। আটক আসামিদের রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভুইয়া জানান, আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকায় ৪১ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে আটক করা হয়েছে।