মোংলায় বিএনপির ৪ নেতা আটক

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ মোংলায় বিএনপি ও অঙ্গদলের ৪ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। অটকরা হলেন, পৌর শহরের বাতেন সড়ক এলাকার সেলিম রেজা, উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর চাঁদপাই গ্রামের ইমরান শেখ ও মিঠাখালী ইউনিয়নের খোনকারেরবেড় এলাকার মেহেদী হাসান সবুজ এবং একই এলাকার ইয়াছিন ফকির। তারা সবাই স্থানীয় বিএনপি ও অঙ্গদলের নেতা।
মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিধান কুমার বিশ্বাস বলেন, বিএনপির ৪ নেতাকে আগের নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শুক্রবার বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশের এ দাবি অস্বীকার করে বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম এক বিবৃতিতে বিএনপি ও অঙ্গদলের এসব নেতাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটককৃতদের নি:শর্ত মুক্তির দাবি জানান।