অধ্যাপক সুকুমার দাসের নাগরিক শোকসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অধ্যাপক সুকুমার দাসের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) নাগরিক শোকসভা কমিটির আয়োজনে শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন,অধ্যাপক সুকুমার দাস যশোরের সাংস্কৃতিক অঙ্গনের একজন বটবৃক্ষ ছিলেন। শুদ্ধ সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে সুকুমার দাস অসামান্য অবদান রেখেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ আপাদমস্তক অসাম্প্রদায়িক নিবেদিত প্রাণ এক সাংস্কৃতিক ব্যক্তি ছিলেন। কেবল যশোর নয়,সমগ্র বাংলাদেশে তার সাংস্কৃতিক কর্মকা- বিস্তৃত ছিল। তিনি আমৃত্যু তার মেধা,যোগ্যতা ও দক্ষতা সংস্কৃতির উন্নয়ন সাধনে ব্যয় করেছেন। বাঙালি সংস্কৃতি বিস্তারে তিনি সকল প্রতিকূূলতার বিরুদ্ধে লড়াই করেছেন।
নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক অধ্যাপক হাবিবার শেফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস, যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার,জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, যশোরের পৌর মেয়র হায়দার গণী খান পলাশ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী,যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা,যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটু,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড.মাহমুদ হাসান বুলু, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.রবিউল আলম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য,যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ। পরে অধ্যাপক সুকুমার দাসের কর্মময় জীবন নিয়ে চিত্র প্রদর্শন করা হয়। অনুুষ্ঠান পরিচালনা করেন, নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু।