ঝিকরগাছায় স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

0

 

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় স্কুলছাত্রী অনি রায়ের আত্মহত্যার ঘটনায়  মঙ্গলবার (২৮ মার্চ )যশোর-বেনাপোল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। তাদের অভিযোগ বখাটেদের উত্ত্যক্তের কারণে ঝিকরগাছা বিএম হাই স্কুলের সপ্তম শ্রেণির ওই ছাত্রী সোমবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে অনির মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনির মা, ভাই, স্কুলের সহপাঠীরাসহ প্রতিবেশীদের আহাজারিতে এলাকা শোকে কাতর হয়ে ওঠে। কিছুসময় বাড়িতে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্য, স্থানীয় এলাকাবাসী ও সহপাঠীরা মরদেহ নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা উপজেলা মোড়ে আসার পর রাস্তার মাঝখানে মরদেহ রেখে অবস্থান নেন মিছিলকারীরা। এসময় বিক্ষোভকারীরা একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সাকিবের শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকে। সাকিব উপজেলার হাসপাতাল রোড়ের জামালউদ্দিনের ছেলে। এছাড়া প্রধান শিক্ষকের পক্ষ থেকে উল্লেখিত ঘটনার কোন ব্যবস্থা গ্রহন না করায় তারও অপসারন দাবি করা হয়। প্রায় ২ঘন্টা অবরোধ চলাকালে ঝিকরগাছা থানা মোড় হতে কীর্তিপুর পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের দাবি শোনেন এবং দ্রুত সময়ের উত্ত্যক্তকারীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
অনির ভাই অর্ঘ্য রায় জানান, সোমবার বিদ্যালয়ে কোচিং শেষে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয় অনি রায়। দীর্ঘ সময় তার সাড়া না পেয়ে ভাই ও মা গিয়ে দেখেন ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে সে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অর্ঘ্যরে আরও জানান, অনি বিদ্যালয় থেকে এক প্রকার দৌঁড়ে বাড়িতে ঢোকে। এসময় তার পিছনে ধাওয়া করে আসছিল তিনটি ছেলে। তারাই তাকে উত্ত্যক্ত করছিল বলে তার ধারনা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এ বিষয়ে তদন্ত চলছে। কিশোরীর ভাই থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।