স্মরণে মার্চ ’৭১

0

মাসুদ রানা বাবু ॥ একটি দেশ, একটি পতাকা ও একটি জাতি। সব কটিই যেন পরিপূরক হিসেবে কাজ করে। আজ ২ মার্চ। জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সামরিক জান্তাদের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র সমাজের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায়। ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব পতাকা উত্তোলন করেন। পতাকাটি ছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত। সে সময় উপস্থিত শিক্ষার্থী-আন্দোলনকারীদের ভাষায়, ১৯৭১ সালের ২ মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু হয়েছিল। এ উপলক্ষে আয়োজিত সভায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকার এবং শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়। সভার শুরুতে ছাত্রসমাজ বঙ্গবন্ধুর নেতৃত্ব ও নির্দেশনা অনুযায়ী স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করে। সভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ এবং ডাকসুর সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখনও বক্তব্য রাখেন। সভা শেষে একটি বিশাল শোভাযাত্রা স্বাধীনতার স্লোগান দিতে দিতে বায়তুল মুকাররমের দিকে যায়। এ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সচিবলায়ে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকা পতাকা ওড়ানো হয়। রাতে হঠাৎ বেতারের মাধ্যমে ঢাকা শহরে কারফিউ জারির খবর ছড়িয়ে পড়ে। সাথে সাথে বিভিন্ন ছাত্রাবাস ও শ্রমিক এলাকা থেকে ছাত্র ও শ্রমিকেরা কারফিউ এর বিরুদ্ধে প্রবল স্লোগান তুলে মিছিল বের করেন।