এমপি আনারের সন্ধানের দাবিতে কালীগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান

0

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের সন্ধান অথবা খুন হলে আলামতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার সকালে কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারে সংসদ সদস্যের বাড়ির সামনে নেতা-কর্মীরা অবস্থান নেন। সে সময় পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন,সংসদ সদস্য আনার নিখোঁজের ১৩ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কলকাতায় খুন হয়েছে বলে গোয়েন্দা সংস্থা বললেও আজ পর্যন্ত তার কোনো আলামত তারা দিতে পারেনি। তাই নিখোঁজ হলে সন্ধান আর খুন হলে আলামত দাবি করেন তারা।