একুশের চেতনায় সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার॥ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, একুশ মানে মাথা নোয়াবার নয়। একুশ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহস যোগায় । আমাদের জাতীয় জীবনে একুশের তাৎপর্য ও গুরুত্ব অনুধাবন করতে হবে। ’৫২ এর উত্তাল দিনে দেশের ছাত্রসমাজ প্রতাপশালী পাক সামরিক শাসকদের দেখিয়ে দিয়েছিল কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। কীভাবে সংখ্যাগরিষ্ঠ জনগণের ন্যায় সঙ্গত দাবি আদায় করতে হয়।
মঙ্গলবার বিকালে জেলা বিএনপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি আরও বলেন, যে নেতৃত্ব জনগণের আবেগ অনুভূতিকে ধারণ করে না, সেই নেতৃত্বের কাছ থেকে কোন দিনই জনগণের ন্যায় সঙ্গত দাবি পূরণ করা যায় না। সেটি জোর করে আদায় করে নিতে হয়। একুশ ছিল একটি গণতান্ত্রিক আন্দোলন। তাই একুশের চেতানয় শানিত হয়ে দেশের সকল অন্যায়, অবিচার, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন প্রমুখ।
এর আগে একুশের প্রথম প্রহরে জেলা বিএনপির কার্যালয় থেকে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে শোক মিছিল সহকারে সরকারি এমএম কলেজ শহীদ মিনারে গিয়ে মহান ভাষা আন্দোলনের শহীদর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য অ্যাড. মো. ইসহক,মিজানুর রহমান খান,মারুফুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,আশরাফুজ্জামান মিঠু, জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাহ উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি এস এম মিজানুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।