তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না : অনিন্দ্য ইসলাম অমিত

0

 

নড়াইল অফিস ॥ নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭টি রূপরেখা’ বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের শহরের বাসভবন চত্বরে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি ২৭টি রূপরেখা বিশ্লেষণ করে বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আমরা যদি তৈরি করতে পারি, অর্থাৎ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি যদি প্রতিষ্ঠা হয়, তাহলে নিশ্চয় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৭টি রূপরেখার আলোকে সরকার গঠন হবে।এজন্যে আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতন প্রতিহত করতে হবে। দলে কে কোন পদে আছেন বা পদ পাননি সেটা না ভেবে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে হবে।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আলী হাসান,অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, বিএনপি নেতা টিপু সুলতান, জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামান, সাধারণ সম্পাদক সালেহা বেগম, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান আলেক, যুগ্ম-আহবায়ক রিয়াজুল ইসলাম টিংকু, নড়াইল পৌর বিএনপির আহবায়ক আজিজার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির আহবায়ক শেখ সেলিম, সদস্য সচিব মনা মিয়া, জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেন, সদস্য সচিব এনামুল কবির চন্দন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, সহ-সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জান বাটু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল হাসান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
এদিকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত নড়াইলে পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান কল্যাণ ফন্টের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অশোক কুন্ডু ও নড়াইল জেলা সভাপতি কল্যাণ মুখার্জী।