কৃষি প্রযুক্তি মেলায় ৬৫ কেজি ওজনের মান কচু

0

 

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের ফকিরহাটে তিন দিনব্যাপী ক্লাইমেট ও স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।  শুক্রবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফকিরহাটের আয়োজনে আট্টাকি স্কুল মাঠে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শণ করা হয়েছে। প্রযুক্তির সাথে বিভিন্ন চাষাবাদের মডেলও উপস্থাপন করেছে কৃষি বিভাগ। মেলার স্টলগুলোতে রয়েছে বিভিন্ন বারমাসি ও উচ্চ ফলনশীল সবজি এবং ফল। এই মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কৃষক অরূপ ঘোষের ৬৫ কেজি ওজনের মান কচু। প্রায় ৮ ফুট লম্বা এই কচুটি বেশ মোটাও। দাম হাকা হযেছে ৩২০০ টাকা। ৬০-৬৫ কেজি ওজনের আরও অনেক কচু রয়েছে অরূপের পান বরাজের পাশে। এত বড় কচু দেখে অবাক হয়েছেন মেলায় আগতরা। কচুর সাথে ছবিও তুলেছেন কেউ কেউ। মান কচু চাষ করা কৃষক ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার কৃষক অরূপ ঘোষ বলেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে বরাজের পাশে ছাই ও গোবর সার দিয়ে কচু লাগিয়েছিলাম। ১০ কাটা জমির বরাজের পাশে বর্তমানে ১৩০টি কচু আছে। ১০ কেজি থেকে শুরু করে ৬৫ কেজি ওজনের কচু রয়েছে। মাত্র দুই বছরেই এই কচুটির ওজন ৬৫ কেজি হয়েছে। ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত বলেন, স্মার্ট কৃষি প্রযুক্তিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে আমরা এই মেলার আয়োজন করেছি। মেলাকে আকৃষ্ট করতে আমরা সব ধরণের ব্যবস্থা গ্রহন করেছি। কৃষকদের তাৎক্ষণিকভাবে নিবন্ধনেরও ব্যবস্থা করেছি। এছাড়া যেসব সফল কৃষক রয়েছে তাদের উৎপাদিত বিভিন্ন ফসলের প্রদর্শনী রেখেছি আমরা। যাতে অন্য কৃষকরা উদ্বুদ্ধ হন এসব চাষাবাদে।