নিখোঁজ স্কুলছাত্রী ঝুমুর ২৫ দিনেও উদ্ধার হয়নি

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ নিখোঁজের ২৫ দিনেও উদ্ধার হয়নি ঝিনাইদহের শৈলকুপার স্কুলছাত্রী জুলেখা খাতুন ঝুমুর। গত ১৭ অক্টোবর শৈলকুপার মৌবন মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার সময় নিখোঁজ হয় সে। মেয়েকে হারিয়ে তার পরিবার শোকে পাথর হয়ে গেছে। জুলেখা খাতুন ঝুমুর শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রক্ষপুর গ্রামের উম্মে কুলসুমের মেয়ে ও মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ঝুমুরের মা উম্মে কুলসুম জানান, ১৭ অক্টোবর সকাল ৯ টার সময় মেয়ে স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেছি, ঝুমুরকে কোথাও পাইনি। ফলে শৈলকুপায় থানায় ৬ নভেম্বর একটি জিডি করেছি। ঝুমুরকে কেউ অপহরণ করেছে নাকি একাই নিরুদ্দেশ তা খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মেয়েটি উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছি। মেয়েটি উদ্ধার হলে প্রকৃত রহস্য জানা যাবে। নিখোঁজ মেয়েটির কেউ সন্ধান পেয়ে থাকলে শৈলকুপা থানায় যোগাযোগ করার জন্যে অনুরোধ করেন ওসি ।