যশোরে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ এই রায় প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. আলতাফ হোসেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার শের শাহ রোডের মৃত এবাদত হোসেনের ছেলে এনামুল হক এ্যানি ও যশোরের চৌগাছা উপজেলার কারিকরপাড়ার গ্রামের মৃত শাহজাহান বিশ্বাসের ছেলে রাজ্জাক ওরফে লেল্টু।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৬ জুলাই সকালে যশোরের চৌগাছা উপজেলার সলুয়া পুলিশ ক্যাম্পের সামনে চেকপোস্ট বসায়। এ সময় সেখান থেকে ওই দুই আসামিকে তল্লাশি করে পলেথিনে রাখা ১৪ লিটার তরল ফেনসিডিল, পাঁচটি ফেনসিডিলের খালি কর্ক ও কিছু লেভেল উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা করা হয়। পরে আদালত এই সাজা দেন।