চৌগাছায় সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

0

 

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় নিয়ম না মেনে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সার ডিলার মেসার্স মনোয়ারা ট্রেডিংকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স মনোয়ারা ট্রেডিংকে সার বিক্রি করে ক্যাশ মেমো না দেয়া, রেজিস্ট্রার খাতা সম্পূর্ণভাবে আপডেট না করা এবং মূল্য তালিকার লালসালু না টানানোর অভিযোগে এই জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, কৃষক যাতে সরকারের বেঁধে দেয়া দরে সার কিনতে পারেন সেটি নিশ্চিত করতে এ অভিযান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় এই সার ডিলারকে জরিমানা করা হয়েছে। কৃষকের কাছে ন্যায্যমূল্য সার পৌঁছাতে এ অভিযান চলবে।