১৩ বছর পর মাদক মামলায় নারীর যাবজ্জীবন

0

স্টাফ রিপোর্টার ॥ সাড়ে ১৩ বছর আগে ফেনসিডিলসহ রুপা বেগম নামে এক নারী বেনাপোলে বিজিবি’র হাতে আটক হয়েছিলেন। বৃহস্পতিবার সেই মামলার রায়ে ওই নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামি রুপা বেগম বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত সুজনের মেয়ে। রায় ঘোষণার সময় আসামি রুপা বেগম আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্পেশাল পিপি অ্যাড. সাজ্জাদ মোস্তফা রাজা।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি’র নায়েক সুবেদার মো. এবি ছিদ্দিক বেনাপোলস্থ গ্রিন লাইন পরিবহন কাউন্টারের সামনে অবস্থানকালে দেখতে পান ভ্যানযোগে এক নারী আসছেন। সন্দেহ হওয়ায় তিনি ভ্যানটি থামিয়ে রুপা বেগম নামে নারীর কাছে অবৈধ কোনোকিছু আছে কিনা তা জানতে চান। এ সময় রুপা বেগম স্বীকার করেন তার কাছে ফেনসিডিল আছে। পরে রুপা বেগম তার শরীরের সাথে পেচানো প্লাস্টিকের পাইপের ভেতর রাখা লিকুইড ৪ কেজি ফেনসিডিল বের করে দেন। এ ঘটনায় বিজিবি’র নায়েক সুবেদার এবি ছিদ্দিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলায় আসামি রুপা বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।