ঝিকরগাছায় এসএসসি ৮৯ ব্যাচ শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় এসএসসি ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে ঝিকরগাছা সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোম্সে কেক কাটা ও র‌্যালির মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। এরপর উপস্থিত ৬৮ জন বন্ধুর মতামতের ভিত্তিতে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যার গ্রুপ অ্যাডমিন নির্বাচিত হয়েছেন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোম্সের অধ্যক্ষ মাসুমা মিম। মডারেটর নির্বাচিত হয়েছেন রঘুনাথনগর কলেজের অধ্যাপক গাজী শফিকুল ইসলাম ও মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমীন মুকুল, আরমিন জাহান, তরিকুল ইসলাম ও বিমল কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সরকারি এম. এল. এডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তিাফিজুর রহমান আজাদ, মিজানুর রহমান, খাদিজা খাতুন, সনিরুজ্জামান, রফিকুল ইসলাম, এনায়ার হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।