নিখোঁজের ৫৪ ঘণ্টা পর নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

0

 

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় নিখোঁজের ৫৪ ঘন্টা পর হাউসবোটের নিরাপত্তা কর্মী খাজা মঈনউদ্দীনের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ডুবন্ত বোটটি উত্তোলনের পর কেবিনের (রুম) ভেতর থেকে লাশটি উদ্ধার করেন ডুবরীরা।
বিআইডবিউটিএ’র উপসহকারী প্রকৌশলী (ড্রেজার বিভাগ) আনিসুজ্জামান রকি জানান, গত রোববার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘষিয়াখালী ক্যানেলে উলুবুনিয়া এলাকায় ঢেউয়ের তোড়ে পড়ে হাউস বোটটি ডুবে নিখোঁজ হন ওই বোটের নিরাপত্তা কর্মী খাজা মঈনউদ্দীন। নিহত খাজা মঈনউদ্দীনের বাড়ি টাঙ্গাইলে। খাজা মঈনউদ্দীন বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেল খনন কাজে নিয়োজিত কনফিডেন্স গ্রুপের ড্রেজারে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন। কনফিডেন্স গ্রুপের মঈনউদ্দীনসহ অন্যান্যরা ডুবে যাওয়া হাউস বোটটিতে থাকতেন।