বারীনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি ॥ যশোর সদর উপজেলার বারীনগর সমাজকল্যাণ সংস্থার আয়োজনে বৃহস্পতিবার প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার হলরুমে এল এফ সিডিডি এর অর্থায়নে চাইল্ড এম্পায়ারমেন্ট প্রোগ্রাম (সিইপি) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক সোহাগ হোসেন। সভায় উপস্থিত ছিলেন, হৈবতপুর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মর্জিনা বেগমসহ হৈবতপুর ও চুড়ামনকাটি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচ সিপি বৃন্দ। সভাটি পরিচালনা করেন বারীনগর সমাজকল্যাণ সংস্থার কর্মকর্তা দেলোয়ার হোসেন।