যশোর ১ম বিভাগ ক্রিকেটে মুসলিম ফ্রেন্ডসের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগের গতকাল মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে মুসলিম ফ্রেন্ডস আর্দশ সংঘ। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইলেভেন স্টারকে ৭ উইকেটে পরাজিত করে।
খেলায় টসে জিতে ইলেভেন স্টার প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ্যের বোলারদের তোপের মুখে ৩৬ ওভার ২ বলে মাত্র ৯৭ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে রফিকুল ইসলাম ৩০ এবং সাকিব আল হাসান ১৯ রান সংগ্রহ করেন। বল হাতে মুসলিম ফ্রেন্ডস আর্দশ সংঘের তানভির হাসান ৩ টি ,তাওহিদ ও মাহফুজ হোসেন ২ টি করে, এবং আল মামুন ও ইমরান হোসেন ১ টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য মুসলিম ফ্রেন্ডস আর্দশ সংঘ ৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে স¤্রাট ৪৪ এবং রুবেল মাহমুদ ৩০ রান সংগ্রহ করেন। বল হাতে ইলেভেন স্টারের সোহানুর ইসলাম , আলাউদ্দিন ও আজমান হোসেন ১ টি করে উইকেট লাভ করেন।