টেস্ট সিরিজ বেশি চ্যালেঞ্জিং হবে, বলছেন সাকিব

0

লোকসমাজ ডেস্ক॥ পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। টেস্ট সিরিজের দলে থাকলেও এখনো তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে বিমানবন্দরে নেমেই টেস্ট নিয়ে আশার বাণী শোনালেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে টেস্ট সিরিজ বেশি চ্যালেঞ্জিং হবে, এও বলেছেন সাকিব। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে সাকিবকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে টেস্ট নিয়ে নিজের মতামত দেন। তবে তিনি আবার যাবেন কি-না, এটা নিয়ে ছিলেন শব্দহীন। সাকিব বলেন, ‘টেস্ট বেশি চ্যালেঞ্জিং হবে। ৫-৭ বছর ধরেই ওয়ানডেতে ভালো দল আমরা, সবাই জানি। ওয়ানডেতে ট্রু উইকেট থাকে। যারা ভাল করবে, তাদেরই সম্ভাবনা। টেস্টে কন্ডিশনের সুবিধা বেশি পায়। তবে ওদের কয়েকজন মেইন প্লেয়ার যেহেতু খেলছে না, আমরা আশাবাদী হতেই পারি।’ আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট ৮ এপ্রিল। পরিবারের সদস্যরা সুস্থ হলে প্রথম টেস্টের আগেই যেতে পারেন। আর যদি তা না হয় দ্বিতীয় টেস্টের আগে যাওয়ার সম্ভাবনা আছে। এর আগে, দ্বিতীয় ওয়ানডে শেষে দেশে ফেরার কথা থাকলেও সিরিজ জয়ের লক্ষে শেষ ম্যাচ খেলতে থেকে যান। দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশ সিরিজও জেতে। সাকিব বল হাতে ২ উইকেট নেন ও ব্যাট ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন। সিরিজ জয় নিয়ে সাকিব বলেন, ‘খুবই ভালো লাগছে অন্যান্য সবার মতোই প্রথমবার যেকোনো কিছু হলেই ভালো। দেশের বাইরে এরকম যেখানে কন্ডিশন আমাদের প্রতিকূলে না সেখানে আমরা সিরিজ জিততে পেরেছি, সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা বড় বিষয়।’