মহেশপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পান্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খালিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাই পান্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে খালিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছে।
অপরদিকে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শংকরহুদা বাথানগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারের মাধ্যমে ২-০ গোলে শংকরহুদা বাথানগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরজিত করে বিজয়ী হয়েছে।
পরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও পরাজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান,সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ প্রমুখ।