জাদেজার হাতে নেতৃত্ব দিলেন ধোনি

0

লোকসমাজ ডেস্ক॥ আইপিএলের ১৫তম আসর শুরু হতে বাকি আর ২ দিন। তার আগে বড় সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিং ধোনি, চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ভার তুলে দিলেন রবীন্দ্র জাদেজার কাঁধে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই এক বিবৃতিতে বলেছে, ‘মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ভার রবীন্দ্র জাদেজার হাতে অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১২ সাল থেকে চেন্নাইয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা জাদেজা হবেন চেন্নাইয়ের মাত্র তৃতীয় অধিনায়ক। চেন্নাই সুপার কিংসের হয়ে চলতি মৌসুমে খেলা চালিয়ে যাবেন ধোনি।’
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ধোনি। তার অধিনায়কত্বে ২০৪ ম্যাচে ১২১ জয় দেখেছে চেন্নাই সুপার কিংস। চ্যাম্পিয়ন হয়েছে ২০১০, ২০১১, ২০১৮ এবং ২০২১ সালে। রানার্সআপ ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে।
আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। তবে মাঝে একবার ২০১২তে চ্যাম্পিয়নস লীগে দলের নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রায়না। ৩৩ বছর বয়সী জাদেজা আইপিএলে ২০০ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১৫১ ইনিংসে ২৭.১১ গড়ে ২৩৮৬ রান এবং বল হাতে ১৭১ ইনিংসে নিয়েছেন ১২৭ উইকেট।