খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেশবপুরে বিএনপির দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ বিএনপি’র চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ,হুমায়ন কবির সুমন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম অটল প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।