মনিরামপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির জন্যে মঙ্গলবার যশোরের মনিরামপুরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তির অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক উদ্যোগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে রহিমা খাতুন, নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস, সহকারী সমন্বয়কারী পলাশ দাস, যশোর জেলা ভলান্টিয়ার শুভ কুমার রায়, ওয়েভ ফাউন্ডেশনের সভাপতি গীতা রানী কুন্ডু, সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতার প্রমুখ।