ভারতকে হারাতে বাংলাদেশের চাই ২৩০ রান

0

লোকসমাজ ডেস্ক॥ নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকেও প্রায় হারিয়েই দিয়েছিল। মাত্র ৪ রানের জন্য হয়নি। এবার সামনে ভারত।তবে ভারতকে হারাতে হলে কঠিন লক্ষ্যই পাড়ি দিতে হবে বাংলাদেশের মেয়েদের। হ্যামিল্টনে ৭ উইকেটে ২২৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে মিথালি রাজের দল। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৩০ রান।
সেডন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শেফালি ভার্মার ৪২ বলে ৪২ রানের ইনিংসের পরও অবশ্য একটা সময় ১০৮ রানের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
কিন্তু ইয়াসতিকা ভাটিয়ার ফিফটি (৮০ বলে ৫০) আর শেষদিকে পুজা ভেস্তাকার (৩৩ বলে অপরাজিত ৩০) ও স্নেহা রানাদের (২৩ বলে ২৭) ব্যাটিংয়ে ভারতকে কম রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল রিতু মনি। ৩৭ রানে ৩টি উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। ৪২ রানে ২ উইকেট নেন নাহিদা আক্তার।