ড. আনোয়ার হোসেন ও হোসেন উদ্দীন হোসেনকে সম্মাননা দিল দৈনিক কল্যাণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের আঞ্চলিক পত্রিকা দৈনিক কল্যাণের পক্ষ থেকে একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন এবং বাংলা একাডেমি সাহিত্য পদকপ্রাপ্ত লেখক ও গবেষক হোসেনউদ্দীন হোসেনকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।


দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, দৈনিক কল্যাণের উপদেষ্টা সম্পাদক রুকুনদ্দৌলাহ ও নির্বাহী সম্পাদক শাহাদত হোসেন কাবিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, অনেকেই মনে করেন জীবনে ধন-সম্পদ আর অর্থবিত্তই প্রধান। কিন্তু এখনও অনেক মানুষ আছেন, যারা নীরবে-নিভৃতে সাধারণ মানুষের সেবা ও কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করছেন।

সেরকম দুজন গুণী মানুষ হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আনোয়ার হোসেন এবং যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা লেখক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। হোসেনউদ্দীন সাহিত্য ও গবেষণায় আর ড. আনোয়ার হোসেন শিক্ষায় অবদান রেখে চলেছেন। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, যারা দেশকে সেবা দিচ্ছেন তাদের যদি আমরা সম্মান জানাতে না পারি, কৃতজ্ঞতা জানাতে না পারি তাহলে আমরা পিছিয়ে পড়বো। এই প্রজন্মের ছেলেমেয়েদের উচিত, এসব গুণীজনের কাছ থেকে শিক্ষগ্রহণ করা। দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে সৃজনশীল কাজ করছেন গুণীজনরা। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পর্যায়ক্রমে সংবর্ধিত দুই গুণীজনকে পুষ্পস্তবক, উত্তরীয়, ক্রেস্ট এবং তাদের নিজেদের প্রতিকৃতি তুলে দেওয়া হয়।