র‌্যাবের হাতে আটক চৌগাছা পৌর কাউন্সিলর মোস্তফার বিষয়ে পৌরসভায় জরুরি বৈঠক

0

স্টাফ রিপোর্টার ॥ ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাতক্ষীরায় র‌্যাবের হাতে আটক চৌগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফাকে নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। তার আটকের ঘটনায় রবিবার পৌরসভায় জরুরি সভা হয়েছে। অপরদিকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। কাউন্সিলর গোলাম মোস্তফা র‌্যাবের হাতে আটকের পর রবিবার বিকালে পৌরসভায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এ ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে পৌরসভা ও চৌগাছা উপজেলার সম্মানহানিকর বিষয় বলেও উল্লেখ করা হয়। এ বিষয়ে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান জানান, সভায় কাউন্সিলর মোস্তফাকে নিয়ে আলোচনা হয়েছে। অপরাধী হলে অবশ্যই শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি।
মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল জানান, যে খবরটি আমরা জেনেছি তা সত্যি দুঃখজনক। জনপ্রতিনিধি হিসেবে এমন ঘটনার সাথে যুক্ত হওয়া মোটেও ঠিক না। তিনি বলেন এই ঘটনায় আমরা পৌরসভায় বসেছিলাম। পৌর ম্যানুয়াল অনুযায়ী বিষয়টি কর্তৃপক্ষের নিকট অবহিত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। অপরদিকে পৌর আওয়ামী লীগের দলীয় সাংগঠনিক পদ থেকে গোলাম মোস্তফার বহিষ্কারের গুঞ্জন চলছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুজিদ জানান, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বিষয়টি জানানো হয়েছে। কি সিদ্ধান্ত নেবে সেটা আলোচনার বিষয়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী জানান, ইতোমধ্যে পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার র‌্যাব-৬ সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন বাইগুনি গ্রামস্থ হারুন-অর রশিদ ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে মেইন পাকা সড়ক থেকে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পৌর কাউন্সিলর গোলাম মোস্তফাসহ ৫ জনকে আটক করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় শনিবার মামলা হয়েছে।