আকিজ বিড়ি ফ্যাক্টরিতে সংঘর্ষের ঘটনায় মামলা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারনে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে গত সোমবার বিড়ি শ্রমিক ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪ শ্রমিকের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। মামলার বাদী আকিজ বিড়ি ফ্যাক্টরির সহকারী ব্যবস্থাপক ইনচার্জ মো. আলমগীর হোসেন।
মামলার আসামিরা হলেন-শার্শা উপজেলার ইসলামপুর কাঠশিকরা গ্রামের তরিকুল ইসরামের ছেলে মামুন হোসেন (২২), কুন্দিপুর মাঠপাড়া গ্রামের হারুনের ছেলে শাহ্ আলম (৩৫), ইসলামপুরের আব্দুর রশিদের ছেলে গোলাম রসুল (৪০), মনু মিয়ার ছেলে শাহ্ আলম (২৮), কুন্দিপুর মাঠপাড়ার সবেদ আলীর ছেলে মিন্টু (২৮), হবিবর রহমানের ছেলে ইব্রাহিম হোসেন (২১), শিয়ালঘোনা গ্রামের বজলুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩২), কুন্দিপুরের মশিয়ার রহমানের ছেলে ইব্রাহিম হোসেন ওরফে বাবু (৩০), জামশেদ আলীর ছেলে মন্টু (৩২), বাবলুর ছেলে সুলতান আহম্মেদ (২৮), ইসলামপুরের হাশেম আলীর ছেলে রাসেল হোসেন (২৫), ইদ্রিস আলীর ছেলে মোমিন হোসেন (২৫), শমসের আলীর ছেলে সুমন (২৮) ও বেড়ারুপানি গ্রামের আলী হোসেনের ছেলে সুমন হোসেন (২৭)।