মোরেলগঞ্জে আরো ১১ জনের নমুনা সংগ্রহ

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে সর্দি, কাশি ও জ্বরভাব থাকায় করোনা উপসর্গ রয়েছে কিনা এমন সন্দেহে ১১ জনের নমুনা সংগ্রহ ও তা সরকারিভাবে ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। অপর দু জনের রিপোর্ট পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বৃহস্পতিবার বেলা ১১টায় এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর হচ্ছে পুলিশ। প্রতিদিনই বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ মহড়া থাকছে। বিভিন্ন এলাকা থেকে মোরেলগঞ্জে আসা ৩৪০ জনের বাড়িতে লাল পতাকা টাঙানো রয়েছে। ওইসব বাড়ির সদস্যরা হোম কোয়ারেন্টিনে আছেন। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মোরেলগঞ্জে এখন পর্যন্ত কোন করোনা রোগী পাওয়া যায়নি। সংক্রমণ এড়াতে সরকারি সকল নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। পরিস্থিতি নাজুক হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।