ঝিকরগাছায় মৎস্য আইন ও বিধিমালা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় মৎস্য আইন ও বিধিমালা বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় খুচরা ও পাইকারি মৎস্য বিক্রেতা, মাছের খাদ্য বিক্রেতা ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সত্যজিৎ সানা, ক্ষেত্র সহকারী জাকির হোসেন ও ই¯্রাফিল হোসেন।