‘লিটনের ব্যাটিং দেখতে ভালো লাগছিল’

0

লোকসমাজ ডেস্ক॥ ক্রাইস্টচার্চ টেস্টে হেরেছে বাংলাদেশ। তবে ব্যাট হাতে লড়াকু প্রতিরোধ গড়ে তুলেছিল মুমিনুল বিগ্রেড। বিশেষ করে লিটন দাস। বাহারি শটে শেষ পর্যন্ত দারুণ সেঞ্চুরি করে মাঠ ছাড়েন তিনি। তার দুর্দান্ত ব্যাটিং অনেকের মতো উপভোগ করেছেন অধিনায়ক মুমিনুল হকও। মঙ্গলবার ম্যাচ শেষে মুমিনুল বলেন, ‘লিটন টেকনিক্যালি অনেক সাউন্ড। লিটনের ব্যাটিং দেখলে তো মনে হয়, ও অনেক বেশি সময় পায়। বিশ্বমানের খেলোয়াড়দের মতো। ওর ব্যাটিং দেখতে খুব ভালো লাগছিল। আমরা সবাই খুব খুশি হয়েছি। এই বছরে টানা দুই সিরিজে দুটি সেঞ্চুরি করেছে সে, দলের সবাই খুশি। আমিও খুব উপভোগ করেছি ওর ব্যাটিং।’ দেশের মাটিতে সবশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পান লিটন। এবার দেশের বাইরেও পেলেন তিন অঙ্কের দেখা। ইনিংসের শুরুতে ছিলেন সাবধানী। প্রথম ৩০ বলে করেন কেবল ৬ রান। ৪৬তম বলে হাকান প্রথম বাউন্ডারি। পরে একটার পর বাউন্ডারি আসতে থাকে তার ব্যাট থেকে। মুমিনুল মনে করেন, এগুলো একটাও বানিয়ে মারা নয়, বাজে বলের সদ্ব্যবহার করেছেন লিটন।
অধিনায়কের মতে, ‘আমার মনে হয়েছে, খারাপ বল ছাড়া অন্য কোনো বলে ও চড়াও হয়নি। যে বলগুলো স্কোর করার মতো, সেগুলো কাজে না লাগাতে পারলে রান হবে না। আমার মনে হয়, দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে করতে যখন খারাপ বল বেশি পরিমানে পেয়েছে তখন চড়াও হয়েছে।’ আশির ঘরে নিজের রান যাওয়ার পর লিটন আরো বেশি আক্রমণাত্মক ছিলেন। এক পর্যায়ে পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক। ৬৯ বলে ফিফটি করা লিটন শতক করতে খরচ করেন ১০৬ বল। সেঞ্চুরি করতে ১৪টি চারের সাথে তিনি হাকান একটি ছক্কাও। সেঞ্চুরির পরপরই বদলে যায় চিত্র। জেমিসনের বলে এলবিডব্লিউ লিটন। আম্পায়ার তোলেন আঙুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি লিটন। ফিরতে হয় ১০২ রানে।