প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভাগের সহকারী অধ্যাপক মো. হামিদুর রহমানের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রুপা খাতুন, ইয়াসিন আরাফাত, আনজুম সিপার, শ্রেয়া ভৌমিক, আশিনুল বাহার, ইলিয়াস, সুমাইয়া ইলা, ইসমাইল হোসেন, খায়রুল ইসলাম ও ফরহাদ হোসেন। বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় বাতিলের সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিকভাবে প্রাথমিক পর্যায়ে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক হলেও বাংলাদেশে এটি বাতিল করা দুঃখজনক।

মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উলেখ করা হয়, গত ২৮ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় ও পদ সংযোজন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, কিন্তু ২ নভেম্বর ২০২৫ তা বাতিল করা হয়েছে।

মানববন্ধনে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়, দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় ও পদ অবিলম্বে পুনর্বহাল, জাতীয় শিক্ষানীতিতে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা, প্রশিক্ষিত শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ নিশ্চিত করা, বিদ্যালয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের জন্য বাজেট বৃদ্ধি করা ও জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া মনিটরিং সেল গঠন করা।