‘মেসি শীর্ষ খেলোয়াড়, ম্যারাডোনা ভিন্ন গ্রহের’

0

লোকসমাজ ডেস্ক॥ দিয়াগো ম্যারাডোনার সঙ্গে খেলেছেন একই ক্লাবে। লিওনেল মেসিকে পেয়েছেন প্রতিপক্ষ দলে। দুজনকেই খুব কাছ থেকে দেখেছেন ইতালির বিশ্বকাপজয়ী খেলোয়াড় ফ্যাবিও ক্যানাভারো। দুজনের মধ্যে কে সেরা? জানতে চাইলে ইতালির সুপারস্টার বলেন,‘দুজনের মধ্যে তুলনা চলে না।’ স্কাই স্পোর্টসে দেওয়া সাক্ষাতকারে ক্যানাভারো মেসি ও ম্যারাডোনাকে নিয়ে নিজের মত দেন।
আজ্জুরিদের হয়ে ২০০৬ বিশ্বকাপ জিতেছেন ফ্যাবিও ক্যানাভারো। যুব বয়সে ম্যারাডোনার সঙ্গে নাপোলিতে খেলেছেন তিনি। দুবার সিরিআও জিতেছেন ‍দুজন। আবার স্পেনের দল রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর বার্সেলোনার বিপক্ষে একাধিক ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাঁর। সেখানে স্বগৌরবে ছিল মেসির উপস্থিতি। ফলে অনফিল্ডে মেসি ও ম্যারাডোনা দুজনকেই পেয়েছেন ৪৬ বছর বয়সি ক্যানাভারো। ৮৬’র বিশ্বচ্যাম্পিয়ন ম্যারাডোনাকে এগিয়ে রেখে তিনি বলেছেন,‘আমি মেসিকে প্রচন্ড সম্মান করি। বর্তমান প্রজন্মে মেসি অন্যতম সেরা। কিন্তু ম্যারাডোনা ভিন্ন, তাঁর ফুটবল মেধাই ভিন্ন। প্রতিপক্ষ সব সময় তাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু সব সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং সে প্রবল প্রতিপক্ষও। মেসি অবশ্যই সেরা খেলোয়াড়। কিন্তু ম্যারাডোনা ভিন্ন গ্রহের। তাঁর সঙ্গে অন্য কারোর তুলনা চলে না। আমি কখনো পেলের খেলা দেখিনি। ম্যারাডোনাকে দেখেছি। সাত বছর তাঁর কোনো খেলা মিস করিনি। সে অন্যতম সেরা নয়, সেরাদের সেরা।’ দুজনের মধ্যে তুলনা করে ২০০৭ ব্যালন ডি’ অর জয়ী তারকা আরও বলেন,‘ম্যারাডোনা ফুটবল খেলা, মাঠের আচরণকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। মেসি দ্রুততম যে কিনা তার পা থেকে দুই সেন্টিমিটার দূরের বল বহন করেছিলেন।’