‘নিউ জিল্যান্ডে বাংলাদেশের জয় বিশ্ব ক্রিকেটের জন্য ভালো’

0

লোকসমাজ ডেস্ক॥ গত বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ড ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশের কাছে। ঘরের মাঠে টানা ১৭ টেস্ট জয়ের পর অকল্পনীয় হারের তিক্ত স্বাদ পায় কিউইরা। হেরেও তার মাঝে মঙ্গল খুঁজে পাচ্ছেন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। নিউ জিল্যান্ডের মাটিতে নিউ জিল্যান্ডকে যে কোনো ফরম্যাটে প্রথমবার হারায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার মিশনে এমন জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেন নিউ জিল্যান্ডের শীর্ষ টেস্ট ব্যাটসম্যান। এই সপ্তাহে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের কাছে নিউ জিল্যান্ডের ৮ উইকেটে হার বিশ্ব ক্রিকেটের জন্য ভালো ছিল।’- বললেন ৩৭ বছর বয়সী টেলর। বাংলাদেশকে কৃতিত্ব দিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে যাওয়া এই ব্যাটসম্যান, ‘আমরা পুরোটা সময়ে একবারও পাত্তা পাইনি। কিন্তু টেস্ট ক্রিকেট টিকিয়ে রাখতে বাংলাদেশকে সমৃদ্ধ জাতি হিসেবে আমাদের প্রয়োজন। আমি মনে করি তারা এখান থেকে অনেক আত্মবিশ্বাস অর্জন করবে।’